Peace Scholarship 2024

পিস স্কলারশিপ-২০২৩ কি?

পিস স্কলারশিপ-২০২৩ হচ্ছে পিস এসোসিয়েশনের একটা স্পেশাল প্রজেক্ট। আজকের শিশুরা যাতে ভবিষ্যতে অনেক এগিয়ে যেতে পারে, সাফল্য অর্জন করতে পারে, এই লক্ষ্যে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তির মাধ্যমে পড়াশোনার ব্যাপারে আগ্রহী করে তোলা।


পিস এসোসিয়েশন কি?

১৯ শে এপ্রিল ২০১০ সালে মানুষদের সাহায্যের লক্ষ্যে পিস এসোসিয়েশন গঠিত হয়। এটি একটি অলাভজনক সংগঠন। প্রত্যেক বৎসর পিস এসোসিয়েশন অনেক রকম প্রজেক্ট করে থাকে। যেমন- গরীব মানুষদের আর্থিক সাহায্য, চিকিৎসা ক্ষেত্রে  সাহায্য, ঈদ উপলক্ষ্যে খাদ্য বিতরণ, ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি, বয়স্ক রামাদ্বান শিক্ষা, ইত্যাদি। বর্তমানে সর্বমোট ১৭ জন সদস্য পিস এসোসিয়েশনের জন্য কাজ করে। 


পিস স্কলারশিপ-২০২৩ এ প্রত্যেক স্কুল থেকে সর্বমোট কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে?

যত জন ইচ্ছা। 


পিস স্কলারশিপ-২০২৩ এ সর্বমোট কতটা বৃত্তি দেয়া হবে?

সর্বোচ্চ স্কোরের ভিত্তিতে সর্বমোট ৩ টা (১ টা ট্যালেন্টপুল ও ২ টা সাধারণ বৃত্তি) বৃত্তি দেয়া হবে।


পিস স্কলারশিপ-২০২৩ এ অংশগ্রহণ করতে হলে কত টাকা ফি দিতে হবে?

কোন টাকা ফি দেয়া লাগবে না।


শিক্ষার্থীদের জন্য কি অংশগ্রহণ পুরস্কার আছে?

হ্যাঁ। শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করলে প্রত্যেকে একটা কলম, একটা খাতা এবং একটা ফাইল পাবে।


শিক্ষার্থীদের জন্য কি খাবারের ব্যবস্থা থাকবে?

হ্যাঁ।


আমি কি পাশের জনের খাতা দেখে লিখতে পারব?

পরীক্ষায় পাশের জনের খাতা দেখলে বা দেখার জন্য চেষ্টা করলে, পরীক্ষা থেকে বহিস্কার করা হবে।


পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্র বুঝতে না পারলে কি করব?

প্রশ্নপত্রের কোন প্রশ্ন বুঝতে না পারলে, পরীক্ষার  রুমে থাকা স্যারের কাছ থেকে বুঝে নিবেন।


২ ঘন্টা সময়ের মধ্যে কি সবগুলা প্রশ্নের উত্তর দিতে পারব?

আপনার স্যারের কাছ থেকে জেনে নিন কিভাবে ২ ঘন্টার ভিতরে সবগুলা প্রশ্নের উত্তর দিবেন। তাছাড়া সর্বপ্রথম ১ মার্কের প্রশ্নের উত্তরগুলা দেন, পরে বড় প্রশ্নের উত্তর দিবেন। বড় প্রশ্নের উত্তরগুলায় প্রধান অংশ/ মূলকথা লিখলে হবে।


পরীক্ষা সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কি করব?

প্রথমত, আপনার স্কুলের স্যারের কাছে জেনে নিন। দ্বিতীয়ত, যোগাযোগ করুনঃ https://www.facebook.com/peace2k10

বৃত্তি ও সম্মাননা

পরীক্ষার নিয়মাবলী

বিঃদ্রঃ পিস স্কলারশিপ-২০২৩ এর রেজিস্ট্রেশনের শেষ তারিখ- ৩০শে নভেম্বর ২০২৩